Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ঢাকা বিভাগ

ঢাকা বিভাগ: 

 

১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়। ১৮৬৪ সালে ঢাকা মিউনিসিপ্যালিটি গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়। ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে একে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয় (তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)


সীমানাঃ রংপুর বিভাগ ব্যতিত অন্যান্য সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। এর উত্তরে রয়েছে ময়মনসিংহ বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্ব ও দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম বিভাগ, উত্তর-পূর্বে সিলেট বিভাগ, পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ-পশ্চিমে খুলনা বিভাগ।

 

ক্রম বিষয় তথ্য
জেলার সংখ্যা
১৩ টি
উপজেলার সংখ্যা
৮৯ টি
উন্নয়ন সার্কেল
০১ টি (তেজগাঁও উন্নয়ন সার্কেল)
থানার সংখ্যা
পুলিশ থানা ৯৬ টি
মেট্রোপলিটন থানা -৫০ টি
হাইওয়ে থানা- ১২ টি
রেলওয়ে থানা-০৩টি
নৌ-থানা-০৫ টি ( ডিআইজি রেঞ্জ অফিস, ঢাকা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী)।
সংসদীয় আসন
৭০ টি
সিটি কর্পোরেশন
০৪ টি
ইউনিয়ন পরিষদ
৮৮৫ টি
পৌরসভা
৬৩ টি
গ্রাম
২৫২৪৪ টি
১০ মৌজা
১২৭৬৫ টি
১১ শিক্ষার হার

৭৫.৬ % বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (তথ্যসূত্র – ০৮-০৯-২০২১ এ প্রকাশিত যুগান্তর পত্রিকা)