Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা ক্রীড়া সংস্থা

 

ঢাকা জেলাঃ

ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্দেশ্য মহিলাদের খেলাধুলার মানোন্নয়ন । এ উদ্দেশ্য নিয়ে ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা জেলার সকল কর্মসূচী পালন করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন ফেডারেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায়  জেলা মহিলা ক্রীড়া সংস্থা অংশগ্রহন করে থাকে এছাড়াও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক বার্ষিক ক্রীড়া পুঞ্জির খেলাধুলায়ও অংশগ্রহন করে থাকে । এ প্রতিষ্ঠানটি জাতীয় ক্রীড়া পরিষদ , ঢাকা কর্তৃক অর্থ অনুদানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে ।

বিস্তারিত জানতেঃ node/1332899

 

গাজীপুর জেলাঃ

হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা অনেক দূর এগিয়ে গেছে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়েই এ সংস্থার যাত্রা। দেশে অনেক ফেডারেশন থাকলেও মহিলা খেলোয়াড়দের চালিকা শক্তি হিসেবে এখন মহিলা ক্রীড়া সংস্থা বড় ভূমিকা রাখছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে এ সংস্থার কর্মকাণ্ড চোখে পড়ার মতো। যোগ্যতা থাকলে অনেক কঠিন কাজ যে জয় করা যায় তার বড় উদাহরণ হতে পারে মহিলা ক্রীড়া সংস্থা। বছর তিনেক আগেও এ কমপ্লেক্সে তেমন প্রাণচাঞ্চল্য ছিল না। এ নিয়ে বিতর্কও কম ওঠেনি। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ সংস্থার কমিটিও বিলুপ্তি করতে বাধ্য হয়েছিল। কিন্তু পাল্টে গেছে এখন সে দৃশ্য। বাংলাদেশে পুরুষ ও মহিলা মিলিয়ে হাতে গোনা যে কজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে কামরুন নাহার ডানা অন্যতম। ব্যাডমিন্টনে দেশ কাঁপিয়ে ছিলেন তিনি। তিনবার দেশ সেরা খেতাবও পান। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও এ অঙ্গন ছেড়ে যাননি। সংগঠক হিসেবেও অনেক আগেই বেশ পরিচিত হয়ে উঠেছেন। হ্যান্ডবল ফেডারেশন, কাবাডি ফেডারেশন ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নির্বাচনী কমিটিতে আছেন তিনি। বিসিবি ও বাফুফে কাউন্সিলরও তিনি। বর্তমান পরিচয় তার মহিলা ক্রীড়া সংস্থাকে ঘিরে। একবার নয় এ নিয়ে তিনি তিনবার সংস্থার সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। কেউ কেউ তার সমালোচনা করলেও অনেকে এক বাক্যে স্বীকার করেন ডানা সাধারণ সম্পাদিকার চেয়ারে বসলে এ কমপ্লেক্সে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। ২০০৪ সালে মৌলবাদীদের আন্দোলনের ভয়ে দেশে যখন মহিলাদের ফুটবল খেলা মাঠে নামানোর সাহস পাচ্ছিল না কেউ। ডানা তখন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকার দায়িত্বে থাকা অবস্থায় মেয়েদের প্রতিযোগিতামূলক ফুটবল চালু করেন।অথচ এখন মহিলা ফুটবলে কোনো গুরুত্বপূর্ণ পদে  বাফুফেতে তার ঠাঁই নেই। এ নিয়ে ডানা আফসোসও করেন না। তিনি বলেন, মহিলা ক্রীড়া সংস্থার উন্নয়নই এখন আমার বড় চিন্তা। গতকাল ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স ঘুরে তার প্রমাণ মিলল। ডানা বলেন, কমিটির সবার সহযোগিতায় আমরা কমপ্লেক্সের উন্নয়ন ঘটাচ্ছি। তবে কমিটির অনেকে আবার বলেন, ডানা আপা যে সময় দেন তা অন্যদের দেওয়া সম্ভব হচ্ছে না। উনিই মূলত পরিশ্রমটা করছেন। আগে ২/৩টি খেলা বা প্রশিক্ষণের মধ্যে মহিলা ক্রীড়া সংস্থার কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল। ডানা অবশ্য বলেন, ২০০৪ সালে তিনি সাধারণ সম্পাদিকা থাকা অবস্থায় সংস্থায় অনেক ইভেন্ট শুরু করেন। অ্যাথলেটিক্স, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, জুডো, জিমন্যাস্টিকস, ফুটবল, দাবা, ক্রিকেট, আরচারী, অরোবিটস, কাবাডি, মার্শাল আর্ট, তায়কান্দো, বাস্কেটবল ও হ্যান্ডবল-বাস্কেটবলে মিশ্রণে নতুন খেলা নেটবল চালু করবে মহিলা ক্রীড়া সংস্থা।

বিস্তারিত জানতেঃ gazipur.gov.bd/node/12715

 

শরীয়তপুর জেলাঃ

জেলা মহিলা ক্রীড়া সংস্থা

অফিসের নাম

শরীয়তপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা

অফিসের ঠিকানা

ধানুকা, শরীয়তপুর সদর- ৮০০০, শরীয়তপুর।

প্রধান কর্মকর্তার প্রোফাইল

নাম                :

মিতু দাস

 

পদবী              :

সভানেত্রী

ফোন               :

০৬০১-৬১৬৩০

সাধারণ সম্পাদিকা

নাম                :

নাসিমা খানম

পদবী              :

সাধারণ সম্পাদিকা

ফোন               :

০১৯২৮-৭৯৬২৫১

ই-মেইল আইডি  :

nishadkotwal@gmail.com

মূল দায়িত্ব সমূহ  :

সাংগঠনিক কার্যক্রম পরিচালনা

 

কর্মচারীদের তথ্য

নাম                :

মো: নিজাম

ফোন               :

০১৭১৩-৫৬৬৯৬৮

(এডহক) কার্যনির্বাহী কমিটি

ক্র.নং

নাম

পদবী

০১

জেলা প্রশাসক, শরীয়তপুর এর পত্নী

সভানেত্রী

০২

অ: জে: প্রশাসক (রাজস্ব), শরীয়তপুর এর পত্নী

সহ-সভানেত্রী

০৩

পুলিশ সুপার, শরীয়তপুর এর পত্নী

সহ-সভানেত্রী

০৪

মিসেস তসলিমা বেগম (ডোরা)

সহ-সভানেত্রী

০৫

মিসেস নাজমা ফজল

সহ-সভানেত্রী

০৬

মিসেস জিন্নাত হাবিব

সহ-সভানেত্রী

০৭

মিসেস নাছিমা খানম

সাধারণ সম্পাদিকা

০৮

মিসেস পারভীন জাগরণ

সহ-সাধারণ সম্পাদিকা

০৯

মিসেস হিরেনা নাছরিন

যুগ্ম-সাধারণ সম্পাদিকা

১০

মিসেস সামিনা ইয়াছমিন

যুগ্ম-সাধারণ সম্পাদিকা

১১

মিসেস সুজাতা রানী দে

কোষাধ্যক্ষ

১২

অ: জে: প্রশাসক (সার্বিক), শরীয়তপুর এর পত্নী

সদস্য

১৩

অ: জে: ম্যাজিস্ট্রেট, শরীয়তপু্র এর পত্নী

সদস্য

১৪

এ্যাডভোকেট রাশিদা মির্জা

সদস্য

১৫

মিসেস ফাতেমা আক্তার শিল্পী

সদস্য

১৬

মিসেস নিলুফার হোসেন

সদস্য

১৭

মিসেস জাহানারা বেগম ডলি

সদস্য

১৮

মিসেস হোসনে আরা হোসেন পান্না

সদস্য

১৯

মিসেস শামসুন্নাহার ইতি

সদস্য

২০

মিসেস ফজিলাতুন্নেছা

সদস্য

২১

মিসেস শিরিন আক্তার

সদস্য

২২

মিসেস সানজিদা ডালিয়া

সদস্য

২৩

মিসেস সেলিনা আক্তার শেলী

সদস্য

২৪

মিসেস চিরবালা মন্ডল

সদস্য

২৫

মিসেস ফারজানা ইসলাম কনিকা

সদস্য

বিস্তারিত জানতেঃ shariatpur.gov.bd/node/465289